২১ সেপ্টেম্বর ১৯৭১ঃ গোলাম আজম
গোলাম আজম এক বিবৃতিতে বলেছেন শরণার্থীদের নিয়ে ভারতের পৈশাচিক খেলা বন্ধ এবং তারা যাতে ফিরে আসতে পারে তার জন্য ভারতকে বাধ্য করার জন্য জাতিসংঘ মহাসচিব এর কাছে তিনি আবেদন জানিয়েছেন। ব্রিটিশ শিশু বিশেষজ্ঞ জন সিমেনের উদাহরন দিয়ে তিনি রিলিফ কার্যক্রমের ত্রুটির জন্য ভারতের সমালোচনা করেন। ভারত মানবিক কারনে প্রাপ্ত বিপুল সংখ্যক ত্রান সামগ্রী আত্মসাৎ করছে।