২১ সেপ্টেম্বর ১৯৭১ঃ লাহোরে নুরুল আমিন
লাহোরে বরকত ইসলামিয়া হলে এক সভায় পিডিপি প্রধান নুরুল আমিন বলেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে। এতে আশার আলো দেখা যাচ্ছে। তিনি বলেন দেশের দুই অংশকে এক রাখা কেবল গনতন্ত্রের মাধ্যমেই সম্ভব তবে তা সামরিক সরকারের জন্য কোন ভাবেই সম্ভব নয়। গনতন্ত্রের অধীনে দুই অংশের নেতাদের ঘন ঘন বৈঠক ও মেলামেশা হইলে ভুল বুঝাবুঝি কম হইবে। তিনি সামরিক সরকারকে সতর্ক করে বলেন একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে খেলানো ভাল কাজ নয় তাহা দেশকে ধ্বংস করে। সপ্তাহব্যাপী পশ্চিম পাকিস্তান সফরশেষে ফিরে আসার আগে বিমান বন্দরে নূরুল আমিন সাংবাদিকদের জানান, ‘পাকিস্তানের সংহতি ও অখন্ডতা সম্পর্কে নতুন আস্থা নিয়ে দেশে ফিরে যাচ্ছি।’