২১ সেপ্টেম্বর ১৯৭১ঃ উপ-নির্বাচন
নির্বাচন কমিশন ইতিপূর্বের ঘোষিত সময়সূচী বাতিল করে জাতীয় ও প্রাদেশিক পরিষদের শূন্য আসনে উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন। পুনর্বিন্যাস্ত সময়সূচী অনুসারে ভোট গ্রহণ ১২ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হবে। পিডিপি, কাইউম মুসলিম লীগ ও জামাত উপ নির্বাচন পিছানোর দাবী জানিয়ে আসছিল। দেড় কোটি ভোটার এই নির্বাচনের আওতাভুক্ত। পার্বত্য চট্টগ্রামে কোন নির্বাচন নেই এবং যশোরে একটি বাদে ও কুষ্টিয়া জেলার সকল আসনে নির্বাচন হবে।