১৯ সেপ্টেম্বর ১৯৭১ঃ নির্বাচন কমিশনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা
পাকিস্তান নির্বাচন কমিশন ১৯৭১ সালের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ৭৮ টি শূন্য আসনে এবং প্রাদেশিক পরিষদের ১০৫ টি শূন্য আসনে উপ- নির্বাচন ঘোষণা করেন। আসন গুলি হলজাতীয় পরিষদে উপনির্বাচনের আসন সমুহ রংপুর ১২ টি আসনের ৪ টি এন ২, ৯, ১০, ১১। দিনাজপুর ৬ টি আসনের ৫ টি এন ১৮ বাদে এন ১৩- এন ২০। বগুড়া ৫টি আসনের ২টি এন ২৩, ২৪। পাবনা ৬টি আসনের ২টি এন ২৬, ২৮। রাজশাহী ৯টি আসনের ৫টি এন ৩০, ৩২, ৩৩, ৩৫, ৩৬। কুষ্টিয়া সকল । যশোর সকল। (একটি আসনে নিহত এমপিকে বহাল দেখানোয় নির্বাচন নাই)। খুলনা ৮টি আসনের ৩টি ৫১,৫৩,৫৪। বরিশাল ৯ টি আসনের ৫টি এন ৫৮, ৬০, ৬২, ৬৩, ৬৬।
পটুয়াখালী নাই। টাঙ্গাইল ৫টি আসনের ৩টি। ময়মনসিংহ ১৮টি আসনের ৭টি এন ৭৮, ৮৩, ৮৫, ৮৮, ৯১, ৯২, ৯৩। ফরিদপুর ১০টি আসনের ৩টি এন ৯৬, ৯৭, ৯৯। ঢাকা ১৬ টি আসনের ৭টি এন ১০৭, ১০৮, ১১১, ১১২, ১১৩, ১১৫, ১১৭। সিলেট ১১টি আসনের ৬টি ১২৫, ১২৭, ১২৯, ১৩১, ১৩২, ১৩৩। কুমিল্লা ১৪টি আসনের ৫টি এন ১৩৫, ১৩৬, ১৩৮, ১৪৩, ১৪৪। নোয়াখালী ৮টি আসনের ৪টি এন ১৪৬, ১৪৭, ১৫০, ১৫১। চট্টগ্রাম (হিল সহ ) ১০টি আসনের ৩টি এন ১৫৩, ১৫৫, ১৫৮।