You dont have javascript enabled! Please enable it! 1971.09.19 | জাতিসংঘ অধিবেশনে যোগদানের প্রাক্কালে করাচীতে মাহমুদ আলী - সংগ্রামের নোটবুক

১৯ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ অধিবেশনে যোগদানের প্রাক্কালে করাচীতে মাহমুদ আলী

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগদানের জন্য পাকিস্তানি প্রতিনিধিদলের নিউইয়র্ক যাত্রার প্রাক্কালে দলনেতা পিডিপির মাহমুদ আলী করাচীতে পিপিআই এর সাংবাদিক কে বলেন, সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের গণহত্যা চালিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা প্রদেশের সেনাবাহিনীর তৎপরতাকে কোনভাবেই গণহত্যা বলা যায় না। তিনি বলেন ভারতের ভিত্তিহীন প্রচারনার জবাবের জন্য তার ১৬ সদস্য এর দলই যথেষ্ট। তিনি অভিযোগ করেন ভারত শরণার্থীদের পূর্ব পাকিস্তানে ফিরে আসার পথে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন ভারত সর্বক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। গৃহহীন মানুষকে নিয়ে তারা রাজনৈতিক চাল চালছে।