১৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ মন্ত্রীসভাকে স্বাগত জানালেন গোলাম আজম ও হামিদুল হক চৌধুরী
পূর্ব পাকিস্তান জামায়াতের আমীর গোলাম আযম নতুন প্রাদেশিক মন্ত্রীসভাকে স্বাগত জানান। তিনি বলেন, এই সংকটকালে মন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করে মন্ত্রীসভার সদস্যরা শুধু যে বিপদের ঝুঁকি নিয়েছেন তাই নয়, তারা পাকিস্তানের শত্রুদের নির্মুল করার কাজে নিয়োজিত পাকিস্তানের বীর সেনাবাহিনীর প্রতি হতাশ ও আকাঙ্খিত মানুষের মধ্যে আস্থার ভাব ফিরিয়ে আনারও গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। তারা প্রদেশের ভগ্ন অর্থনীতি পুনরুদ্ধারে প্রানপন চেষ্টা করে যাবেন তা তিনি আশা করেন।
তিনি আশা করেন মন্ত্রীসভা জনগন থেকে পূর্ণ সহযোগিতা পাবে। করেন সাবেক মন্ত্রী ও সাবেক এনডিএফ নেতা দৈনিক অবজারভারের মালিক হামিদুল হক চৌধুরী প্রদেশে বেসামরিক মন্ত্রীসভা গঠনকে অভিনন্দন জানিয়েছেন। বাকি ৪ প্রদেশেও তিনি অনুরূপ ব্যাবস্থা গ্রহনের আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন বেসামরিক সরকার জনগনের মধ্যের দূরত্ব কমিয়ে আনবে এবং ধ্বংস প্রাপ্ত অর্থনীতি সচল করার প্রচেষ্টা নিবে।