You dont have javascript enabled! Please enable it!

১৭ সেপ্টেম্বর, ১৯৭১ঃ প্রাদেশিক মন্ত্রীসভা গঠন

পূর্ব পাকিস্তানের গভর্নর ডাঃ এ.এম. মালিক ১০ সদস্যের প্রাদেশিক মন্ত্রীসভার নাম ঘোষণা করেন। মন্ত্রীসভার এ তালিকায় পিডিপি ও কাইউম মুসলিম লীগের এর কোন মন্ত্রী নেই।
মন্ত্রীরা হলেনঃ
রংপুরের আবুল কাশেম, কাউন্সিল মুসলিম লীগ
কুষ্টিয়ার নওয়াজেশ আহমদ, কাউন্সিল মুসলিম লীগ
বরিশালের আখতার উদ্দিন খান, কনভেনশন মুসলিম লীগ
ঢাকার এ.এস.এম. সোলায়মান, কেএসপি
বগুড়ার আব্বাস আলী খান, জামাতে ইসলামী
খুলনার মওলানা এ.কে.এম.ইউসুফ, জামাতে ইসলামী
পাবনার মওলানা মোহাম্মদ ইসহাক, নেজামে ইসলাম
নোয়াখালীর ওবায়েদুল্লাহ মজুমদার, ক্লিন আওয়ামী লীগ
চট্টগ্রামের অধ্যাপক শামসুল হক, ক্লিন আওয়ামী লীগ
পার্বত্য চট্টগ্রামের আউংশু প্রু চৌধুরী, স্বতন্ত্র
আউংশু প্রু চৌধুরী ব্যাতিত বাকী ৯ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন।