১৭ সেপ্টেম্বর ১৯৭১ঃ জেনারেল নিয়াজী
‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল নিয়াজী ময়মনসিংহ ও নেত্রকোনা সফর করেন। নেত্রকোনায় নিয়াজি এক জনসভায় জনতার উদ্দেশে বলেন এ অঞ্চলের মুসলমানেরা কি উদ্দেশে নিজেদের জন্য একটি স্বাধীন আবাস ভুমি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তা তরুন জনগণকে শিক্ষার জন্য তাগিদ দেন। এই সকল বিপথগামী তরুণরা তাদের পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত পাকিস্তান ধ্বংসের অপচেষ্টা চালাইতেছে। তাদের এই কার্যক্রম নিজেদের গলায় নিজেদের ছুরি মারার সমান। ভারতের প্ররোচনায় এধরনের কাজ বিশেষ লজ্জাকর।
তিনি নেত্রকোনাবাসীদের তাদের এলাকায় শান্তি রক্ষা কমিটি, রাজাকার, মুজাহিদ, আলবদর বাহিনী গঠন করায় তাদের ভূয়সী প্রশংসা করেন। নিয়াজি পরে স্থানীয় সামরিক দপ্তরে যান সেখানে মুক্তিবাহিনী থেকে উদ্ধারকৃত অস্রশস্র তাকে দেখানো হয়। সেখান থেকে তিনি ইটনা যান এবং সেখানে ভারত প্রত্যাগত কতক আওয়ামী কর্মীদের সাথে দেখা করেন। পরে তিনি কিশোরগঞ্জে তারাইলে রাজাকার আলবদদের সঙ্গে মিলিত হন এবং এক জনসভায় ভাষণ দেন।