১৭ সেপ্টেম্বর ১৯৭১ঃ গোলাম আজম
জামাত প্রাদেশিক সভাপতি গোলাম আজম মোহাম্মদপুর ফিজিক্যাল এডুকেশন সেন্টারে ট্রেনিংরত রাজাকারদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন, ‘একমাত্র মুসলিম জাতীয়তায় পূর্ণবিশ্বাসী ব্যাক্তিরাই পাকিস্তানের হেফাজতের জন্যে জীবন দান করতে পারে এবং সত্যিকার মুসলমানরাই যে পাকিস্তানের প্রকৃত সম্পদ, এই সার্টিফিকেট পাকিস্তানের দুশমনরাই তাদের কার্যকলাপের দ্বারা এবার প্রদান করেছে। তিনি বলেন ইসলাম ও পাকিস্তানের দুশমনরা আলেম ওলামা মাদ্রাসা ছাত্র ও ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করে প্রমান করতে চাচ্ছে যে এদের হত্যা করলেই পাকিস্তান ধ্বংস করা যাবে। এই হামলাকে তিনি আল্লাহতায়ালার রহমত বলে আখ্যা দিয়ে বলেন এই কারনেই তারা নিজেদের ও পাকিস্তান রক্ষার জন্য রাজাকার মুজাহিদ ও পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছে। এই সভায় জামাত থেকে মন্ত্রিত্ব পাওয়া একেএম ইউসুফ এবং আব্বাস আলি খান বক্তৃতা করেন।