মুজিব আমলে পাকিস্তানী আমলকে হার মানিয়ে বেতার ও টেলিভিশনে ঘটা করে কোরান পাঠ, মিলাদ পাঠ শুরু হয়। গণভবনে পর্যন্ত শুরু হয় মিলাদ অনুষ্ঠান। ধর্মীয় শিক্ষার জন্য দশগুণ বেশি টাকা বরাদ্দ করা হয়। ঢাকায় তবলীগি জামাতে লােকসংখ্যা বৃদ্ধি পেয়ে কয়েক লাখে পরিণত হয়। এরপরও যখন রমনার মাঠে দাড়িয়ে তাওয়াব বলেছিলেন, মুজিবের আমলে দেশে ধর্ম ছিল না, তখন দুঃখ পাইনি, মনে মনে হেসেছি। কথাটা বলছেন কারা? জিয়া এবং তাওয়াব। বিদেশী স্ত্রীর স্বামী এবং বিদেশে পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত তাওয়াব যখন মাথায় গােলটুপি চাপিয়ে সিরাত মহফিলে বক্তৃতা দেয় এবং নারী ও শিশুর খুনে হাত রাঙিয়ে বিদেশে বসে এক অর্ধোন্মাদ লেফটেন্যান্ট কর্ণেল যখন দাবি করে, সে ইসলামী-শাসন প্রতিষ্ঠার জন্য এসব করেছে, তখন বুঝতে বাকি থাকেনি, এই হত্যা চক্রান্তের পেছনে কার বা কাদের অভিশপ্ত হাত সক্রিয় ছিল? কারা বাংলাদেশে ধর্ম ও সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আবার বাঙালির অস্তিত্ব বিনাশের ষড়যন্ত্রে মেতে উঠেছিল?
Reference:
আব্দুল গাফফার চৌধুরী, ইতিহাসের রক্তপলাশঃ পনেরই আগস্ট পঁচাত্তর