You dont have javascript enabled! Please enable it!

১৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ চালনায় ফ্রগমেন / নৌ কমান্ডো হামলা

চালনায় ৮ টি জাহাজ নোঙ্গর করা থাকায় মোট ১৬ জনের ফ্রগ ম্যানের একটি দল ৮ টি জোরা দলে বিভক্ত হয়ে ৮ টি লিম্পেট মাইন সহ আক্রমনের প্রস্তুতি নেয়। দলের অধিনায়ক ছিলেন আসাদুল্লাহ। রাত আড়াইটায় তারা রওয়ানা দিয়ে জাহাজের কাছে পৌঁছে প্রায় ৪ টায়। সাড়ে ৪ টায় তারা মাইন স্থাপন করতে সক্ষম হয়। এর তারা ফিরে আসে ঠিক এক ঘণ্টা পর মাইন গুলি বিস্ফোরিত হয়। ৮ তি জাহাজের ৭ টি চরম ক্ষতিগ্রস্ত হয়। যোদ্ধারা ফিরে আসার সময় বনবিভাগের নৌযান ও কিছু অস্র দখল করে সমশের নগর (সাতক্ষীরা সীমান্ত) ফিরে আসে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!