You dont have javascript enabled! Please enable it!

১৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ পিডিপির বৈঠক

পিডিপি প্রাদেশিক সভাপতি নূরুল আমীনের ইস্কাটনের বাসায় নূরুল আমীনের সভাপতিত্বে পিডিপির কার্যকরী কমিটির ৩০ সদস্য এর মধ্যে ৩ জন পশ্চিম পাকিস্তানী প্রতিনিধি সহ ১৮ জন সদস্যের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন সরকারে পিডিপি যোগ দিবে কিনা তার দায়িত্ব নুরুল আমীনের উপর অর্পণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় আসন্ন উপনির্বাচনে পিডিপি অংশ নিবে। এই সভায় মাহমুদ আলীকে পিডিপি পূর্ব পাকিস্তান আঞ্চলিক শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়। এ ছাড়াও টাঙ্গাইল এবং রাজশাহী ব্যাতিত সকল জেলার কমিটি পুনর্গঠন করা হয়। গত ফেব্রুয়ারি মাসে আব্দুস সালামের পদত্যাগের ফলে পদটি শুন্য হইয়াছিল। সভায় উপস্থিত পশ্চিম পাকিস্তানী তিন নেতা হলেন মেজর জেনারেল সরফরাজ, রানা নজরুর রহমান ও আরশাদ হোসেন চৌধুরী। অল পাকিস্তান পিডিপি সভাপতি নসরুল্লাহ খান এবং সাধারন সম্পাদক শেখ নাসিম হাসান সভায় উপস্থিত ছিলেন না।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!