১৪ সেপ্টেম্বর, ১৯৭১ঃ সিলেটে পাক বাহিনীর আক্রমন
পাক বাহিনীর একই সঙ্গে মুক্তিবাহিনীর ৪ নং সেক্টরের বিয়ানীবাজার, বড়লেখা, জকীগঞ্জ থানা অবস্থানে (সাব সেক্টর ১ ও ২) ব্যাপকভাবে আক্রমণ করে। মুক্তিবাহিনী পাকিস্তানিদের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি থাকায় মুক্তিবাহিনির ক্ষয়ক্ষতি কম হয়। এই সংঘর্ষে মুক্তিবাহিনীর ৭ জন বীরযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন। কৈলাস শহর সাব সেক্টর কমান্ডার লেঃ ওয়াকার হাসান ন মৌজা নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়াও তার বাহিনী লুবাছড়া, মোকামতলা, আমলাসিদ দখলে আনেন। ১ নং সাব সেক্টরের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান সাদি ২ নং সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন রব।