শেখ মুজিবরের প্রতিক্রিয়া
জাতীয় পরিষদের সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘােষণার পরেই আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান আগামীকাল ঢাকায় হরতাল পালন করার আহবান জানিয়েছেন। আগামী বুধবার সারাদেশব্যাপী সাধারণ ধর্মঘট করার জন্যও তিনি ডাক দিয়েছেন।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খার এই আদেশ জারির পরেই মুজিবর রহমান ঘােষণা করে যে আগামী রবিবার ঢাকায় এক জনসভায় তিনি তার ভবিষ্যৎ কর্মপন্থার কথা জনগণকে জানাবেন।
পূর্ব-পাকিস্তানের ভবিষ্যৎ রাষ্ট্রনৈতিক চেহারা কি হবে সে সম্পর্কেও বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তার দল এই আদেশের বিরুদ্ধে অহিংস অসহযােগ আন্দোলন শুরু করবে এবং জনগণকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
জনাব রহমান বলেন, জাতীয় পরিষদের বৈঠক স্থগিত রাখার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি জাতীয় আওয়ামী পার্টির নেতা মৌলানা হামিদ ভাসানী, জাতীয় আওয়ামী দলের ওয়ালী গ্রুপের সভাপতি জনাব মজফার আমেদ, পাকিস্তান ডেমােক্রাটিক দলের নেতা নূরুল আমিন এবং জাতীয় প্রগ্রেসিভ লীগের সভাপতি জনাব আতাউর রহমান খাঁর সঙ্গে পরামর্শ করবেন।
ইয়াহিয়া খার আদেশের বিরুদ্ধে আজ পূর্ব-পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূতভাবে বিক্ষোভ সংগঠিত হতে থাকে। কয়েক হাজার মানুষ আজ জনাব রহমানের সাংবাদিক সম্মেলনের স্থানের সামনে সমবেত হয়ে এই ঘােষণার বিরুদ্ধে।
সূত্র: কালান্তর, ২.৩.১৯৭১