You dont have javascript enabled! Please enable it!

১৪ সেপ্টেম্বর ১৯৭১ঃ সংগ্রাম পত্রিকার সাথে সাক্ষাৎকারে গোলাম আজম

সাক্ষাৎকারে গোলাম আজম বলেছেন কেন্দ্রে এবং প্রদেশে সরকার গঠনে তার দলকে অংশ নিতে বললে তার দল তাতে অংশ নিবে। উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন আমরা পৃথক নির্বাচনে বিশ্বাসী এবং নতুন নির্বাচন চাই। নতুন সরকার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে বলে তিনি মনে করেন কারন দেশে এখন সামরিক শাসন বহাল আছে বেসামরিক সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনির সহায়তা পাচ্ছে। একটি মাত্র রাজনৈতিক দল থাকা প্রসঙ্গে কাউন্সিল মুসলিম লীগের খাজা খয়ের এবং শফিকুল ইসামের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে বলেন জামাতে ইস্লামির নেতৃত্ব অন্য কেউ পেতে পারেনা এটি শুধু দল নয় একটি আদর্শ এদলে সদস্য হতে হলে অনেক আস্থাভাজন হতে হয়। তিনি বলেন অক্টোবরে বন্যার পানি কমে গেলে গ্রামে গ্রামে দুষ্কৃতিকারী দমন শুরু হবে। তিনি বলেন পশ্চিম পাকিস্তানীরা প্রথমে ভেবেছিল পূর্ব পাকিস্তানীরা বিচ্ছিন্নতাবাদী বর্তমানে তারা এ অবস্থান থেকে সরে এসেছে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!