১৪ সেপ্টেম্বর ১৯৭১ঃ যশোরে নিজামী
অল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ সভাপতি মতিউর রহমান নিজামী ৯ সেপ্টেম্বর যশোরে শহর শাখার এক সভায় বলেন পূর্ব পাকিস্তানে যা কিছু ঘটছে তা নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু সবকিছু অপ্রত্যাশিত নয়। কিছু সংখ্যক অপরিনামদর্শী নেতার বল্গাহীন রাজনীতি এর জন্য দায়ী । গত নির্বাচনে জাতীয় দলগুলি ও আঞ্চলিক দলগুলির মধ্যে আদর্শ গত পার্থক্য ছিল। সম্প্রতি যারা পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিল আল্লাহ তাদের প্রত্যেককে লাঞ্ছিত করেছেন। যারা পাকিস্তানকে যারা আজিমপুর গোরস্থান বলেছিল তাদেরকে পাকিস্তানের মাটি গ্রহন করে নাই। তাদের জন্য কলকাতা আর আগরতলার শ্মশান অপেক্ষা করছে। তিনি দেশের জনগণকে হুশিয়ার করে দিয়ে বলেন অতীতের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। তিনি দুঃখ করে বলেন ৬৫ সনের ঐক্যবদ্ধ জাতি মাত্র ৬ বছরে কেন ভুলে এত বড় সর্বনাশ ডেকে আনছে। সমাবেশ ছাড়াও দলের কর্মী সভায় পাকিস্তান বিরোধী সকল কর্মচারীকে ছাটাই করার জন্য সরকারের প্রতি আবেদন সম্বলিত এক প্রস্তাব গ্রহন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্র সংঘের যশোর জেলা সাধারন সম্পাদক মোঃ জিয়াউল হক, শহর শাখার সভাপতি নুরুল ইসলাম, ও কর্মী আজিজুল হক বক্তব্য প্রদান করেন।