ভারতীয় নাগরিকরা অবাধে বাঙলাদেশ ঘুরতে পারবেন
কলকাতা, ৭ ডিসেম্বর- ভারতস্থ বাঙলাদেশ হাই কমিশনার এম, হােসেন আলী আজ বলেছেন, বাঙলাদেশ ভ্রমণের সময় ভারতীয় নাগরিকদের উপর কোনাে বিধিনিষেধ থাকবে না।
বর্তমানে যে সকল শরণার্থী ভারতে রয়েছেন তাঁদের সবাইকে বাংলাদেশ সরকার বাঙলাদেশে ফিরিয়ে নেবেন-আজ সাংবাদিকদের কাছে হােসেন আলী এই কথার পুনর্ঘোষণা করেছেন।
তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের অনুরােধ ক্রমেই ভারতীয় সৈন্যবাহিনী বাঙলাদেশে প্রবেশ করেছে।
জনাব হােসেন আলী বলেন, ভারতস্থ বাঙলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি শীঘ্রই নয়াদিল্লী যাত্রা করবেন।
যতক্ষণ না ঢাকা মুক্ত হচ্ছে ততক্ষণ মুজিব নগরই থাকবে আমাদের ভ্রাম্যমান রাজধানী। ঢাকা মুক্ত হলে সেটাই হবে আমাদের রাজধানী।
কমনওয়েলথের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলেও বাঙলাদেশ কমনওয়েলথের মধ্যে থাকবে কি-না সে বিষয়ে বাঙলাদেশ সরকার এখনও কোনাে সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।
সূত্র: কালান্তর, ৮.১২.১৯৭১