১৩ সেপ্টেম্বর ১৯৭১ঃ বড়লেখায় পাকসেনাদের অবস্থানের ওপর মুক্তিবাহিনীর আক্রমণ
মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুরে মুক্তিবাহিনীর ৪ নং সেক্টরের বড় পুঞ্জি সাব সেক্টরের ৫০ জন মুক্তিযোদ্ধার একটি দল (কমান্ডার ক্যাপ্টেন রব) পাকসেনাদের শাহবাজপুর অবস্থানের ওপর আক্রমণ চালায়। ১০ মিনিট পর পাকসেনারা পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ১৫ জন পাকসৈন্য ও রাজাকার নিহত হয়। মুক্তিবাহিনী অক্ষত অবস্থায় নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে।