You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়ার বিদায় আসন্ন

আগরতলা, ১৮ ডিসেম্বর রণনীতি এবং রাজনীতির স্বাভাবিক গতিপথে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিদায় আসন্ন। তাহার হাতে পাকিস্তান শুধু খণ্ডিত নয়; অস্তিত্বও বিলুপ্তির পথে। এই অবস্থায় কোনােমতেই ইয়াহিয়া খান গদিতে থাকিতে পারেন না। যুদ্ধের অব্যবহিত পরে রাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের ভাগ্যে যাহা ঘটে তাহার ভাগ্যেও তাহাই না ঘটিয়া পারে না।
খবরে প্রকাশ, আজ লাহােরে এবং পেশােয়ারে ইয়াহিয়ার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আকাশবাণীর সংবাদ, পি ডি পি, নেতা জনাব নুরুল আমীন প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ দাবি করিয়াছেন।

সূত্র: জাগরণ
১৯ ডিসেম্বর, ১৯৭১