১২ সেপ্টেম্বর ১৯৭১ঃ মাহমুদ আলীর মিথ্যাচার
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সহ-সভাপতি মাহমুদ আলী জাতিসংঘ প্রতিনিধিদলের দলনেতা নির্বাচিত হওয়ায় তাহাকে এক সর্বদলীয় সংবর্ধনা দেয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী, গোলাম আজম, শান্তি ও কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক নুরুজ্জামান, প্রাদেশিক মুসলিম লীগ কনভেনশন সভাপতি শামশুল হুদা, পিডিপি নেতা ইউসুফ আলি চৌধুরী মোহন মিয়া, আঞ্চলিক পিডিপি প্রধান আজিজুল হক নান্না মিয়া। কিছুদিন আগে পাকিস্তান সরকারের বিশেষ দূত হিসেবে ইউরোপ ও আমেরিকা সফরের অভিজ্ঞতা এই সভায় বর্ণনা করেন। তিনি বলেন, ইউরোপের বেতার, টিভি, সংবাদপত্রগুলো একই সুরে প্রচার করে চলেছে পূর্ব পাকিস্তানে একটা অঘটন ঘটে গেছে। পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাদের ক্ষমতা না দিয়ে সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জনগণের দাবি নস্যাৎ করতে চায়।
কারণ নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তানিদের মন:পুত হয়নি। তিনি বলেন, ইউরোপের বুদ্ধিজীবীরা আমাদের পরামর্শ দিয়েছেন, যা ঘটবার ঘটেছে। এখন যারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের নেতার সাথে আপোস করে সমস্যার সমাধান করা যেতে পারে। তিনি আরো বলেন, পশ্চিমা দেশসমূহে এই ধারণা জন্মেছে যে, পাকিস্তানের নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের সাথে আপোস না করলে বর্তমানে সমস্যার সমাধান হবে না। আমরা তাদের বলেছি নীতিগতভাবে আমরা এর বিরোধী নই। তবে নির্বাচনে যে দল জয়ী হয়েছে সেই দলের নেতা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন। এমন নেতৃত্বের সাথে আপোস হতে পারে না। আজ তাঁর সঙ্গে যদি কোনো মীমাংসায় আসতে হয় তবে তা অখন্ড পাকিস্তানের ভিত্তিতে হতে হবে।