১১ সেপ্টেম্বর ১৯৭১ঃ সিলেট সমাবেশে মৌলবী ফরিদ
পাকিস্তান শান্তি ও কল্যাণ সমিতির সভাপতি এবং পিডিপি কেন্দ্রীয় নেতা মৌলবী ফরিদ সিলেট রেজিস্টারি মাঠে আয়োজিত এক সমাবেশে বলেন কায়েদে আজমের মৃত্যুর পর পাকিস্তানে নেতৃত্ব সঙ্কট সৃষ্টি হয়েছে। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন এই শিক্ষা ব্যবস্থা ইসলামী ধাঁচে ঢালাই করার আহবান জানান। তিনি রবিবারের পরিবর্তে শুক্রবার সাপ্তাহিক ছুটি করার প্রস্তাব করেন। তিনি রাজাকারদের দেশের প্রতিরক্ষার ব্যাপারে তাদের ভুমিকার কথা স্মরণ করে ব্যাক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সু শৃঙ্খল সৈনিকের ন্যায় দেশের স্বার্থের প্রতি মনোনিবেশের আহবান জানান।