১১ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পাকিস্তানী প্রতিনিধিদলে আরও কয়েকজন নেয়ার জন্য মওলানা সিদ্দিক ও মওলানা নুরুজ্জামানের আবেদন।
নিখিল পাকিস্তান নেজামে ইসলাম দলের সাধারন সম্পাদক মওলানা সিদ্দিক আহমেদ পৃথক পৃথক ভাবে বিবৃতিতে বলেন জাতিসংঘে পাকিস্তানী প্রতিনিধিদলে গোলাম আজম প্রস্তাবিত আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করার জন্য ইয়াহিয়া খানের প্রতি অনুরোধ করেছেন। দলের সদস্য সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত গোলাম আজমের যুক্তি গ্রহণযোগ্য। পাকিস্তান শান্তি ও কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এবং ইসলামী গণতন্ত্রী দলের নেতা মওলানা নুরুজ্জামান অনুরূপ বক্তব্য প্রদান করেন। ছবি মওলানা সিদ্দিক।