১০ সেপ্টেম্বর ১৯৭১ঃ চাদপুর ফরিদপুরে গভর্নর এএম মালিক
গভর্নর এ এম মালিক চাদপুর ফরিদপুরে বন্যা দুর্গত এলাকা সফর করেন। ফরিদপুরে তিনি স্থানীয় শান্তি কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। সমাবেশে বিপুল সংখ্যক রাজাকার উপস্থিত ছিল। সমাবেশে তিনি বলেন দেশের সংহতি ও অখণ্ডতার প্রতি ভারতীয় হুমকির প্রেক্ষিতে জনগণকে ঐক্য ঈমান ও শৃঙ্খলা সম্পর্কে সকলকে শিক্ষিত করে তোলার জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে। সঙ্কট কাটাইয়া পাকিস্তান যাতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আহবান জানান। রাজাকারদের ইসলামী আদর্শে অনুপ্রানিত হওয়ার জন্য তিনি তাদের তাগিদ দেন।