১০ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ পাকিস্তানি প্রতিনিধি দলে আরও কয়েকজনকে নেয়ার জন্য গোলাম আজমের আহবান
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম ‘স্বাধীন বাংলাদেশ’ প্রশ্ন ও বাংলাদেশের পক্ষের শক্তিশালী লবিকে মোকাবেলা করার জন্য পাকিস্তানি প্রতিনিধি দলে হামিদুল হক চৌধুরী, মৌলবী ফরিদ আহমদ ও বিচারপতি হামুদুর রহমান, ডঃ সৈয়দ সাজ্জাদ হোসেন, এ.কিউ.এম. শফিকুল ইসলাম, ব্যারিস্টার আখতার উদ্দিন, আব্দুস সবুর ও ফজলুর কাদের চৌধুরীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন ভারতীয় প্রতিনিধিদলে ৪২ জন সদস্য আছেন। তাদের সফল ভাবে মোকাবেলার জন্য শক্তিশালী পাকিস্তান দলের প্রয়োজন। তিনি বলেন এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রশ্নে তুমুল বিতর্ক হতে পারে তাই বিষয়টি গভীরভাবে চিন্তা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।