You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | ১৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন - সংগ্রামের নোটবুক

১০ সেপ্টেম্বর ১৯৭১ঃ ১৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন শ্রী ফণীভূষণ মজুমদার এমপিএ, সৈয়দ আবদুস সুলতান এমএনএ, জনাব সিরাজুল হক এমএ্নএ, ডঃ মফিজ এমএনএ, ডাঃ আজহারুল হক এমপিএ, জনাব সাহাবুদ্দিন আহমদ এমপিএ, জনাব এমএ, সামাদ এমএনএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ এআরমল্লিক, ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণাকার সাবেক পাকিস্তানী কূটনীতিক জনাব এএফএম, আবুল ফতেহ ও জনাব খুররম খান পন্নি। প্রতিনিধিদলের অপর ৫ জন সদস্য হইতেছেন বর্তমানে বিদেশে অবস্থানরত বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী, জনাব এমআর সিদ্দিকী এমএনএ, অধ্যাপক রেহমান সোবহান, জনাব এসএ, করিম ও জনাব এএমএ, মুহিত।