You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | গাজীপুর অস্ত্র তৈরীর কারখানা পরিদর্শনে নিয়াজি - সংগ্রামের নোটবুক

১০ সেপ্টেম্বর ১৯৭১ঃ গাজীপুর অস্ত্র তৈরীর কারখানা পরিদর্শনে নিয়াজি

লেঃ জেনারেল নিয়াজী গাজীপুর অস্ত্র তৈরীর কারখানা পরিদর্শন করে অস্ত্রের প্রথম চালান গ্রহন করেন। এ সময় চীনের কন্সাল জেনারেল চেংইং উপস্থিত ছিলেন। গত বছর এপ্রিল মাসের ৬ তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া কারখানাটি উদ্বোধন করেন। চীনের আরথিক ও কারিগরি সাহায্যে কারখানাটি তৈরি হয়। স্থানীয় ভাবে অস্র তৈরী করার জন্য কারখানার শ্রমিক কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ইহা খুব গর্বের বিষয় যে আমরা স্থানীয় ভাবে অস্র তৈরিতে সক্ষম হয়েছি। দেশে গোলযোগ সত্ত্বেও শ্রমিকরা অস্র উতপাদন করায় তিনি তাদের প্রশংসা করেন। তিনি বলেন এখানে তৈরী অস্ত্র দেশের শত্রুদের বিরুদ্ধেই ব্যবহার হবে। অনুস্থানে চীনা কন্সাল জেনারেল বক্তব্য প্রদান করেন। তিনি শ্রমিকদের কাজে পারদর্শিতা অর্জনের জন্য তাদের প্রশংসা করেন।