You dont have javascript enabled! Please enable it! 1971.09.09 | মার্কিন কংগ্রেসের প্রতি উইলিয়াম রজার্স - সংগ্রামের নোটবুক

৯ সেপ্টেম্বর ১৯৭১ঃ মার্কিন কংগ্রেসের প্রতি উইলিয়াম রজার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স পাকিস্তানে উন্নয়ন সাহায্য অব্যাহত রাখার ব্যবস্থা অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান । তিনি বলেন, আমরা পাকিস্তান সরকারের প্রতি এমন পরিবেশ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছি যাতে শরণার্থীরা স্বদেশে ফিরে আসতে পারেন এবং কার্যকরভাবে সার্বিক কর্মসূচী শুরু করা যেতে পারে ।