৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ লাহোরের জিন্দেগী সাপ্তাহিকে প্রকাশিত গোলাম আজমের সাক্ষাৎকার
গোলাম আজম পশ্চিম পাকিস্তান সফরকালে লাহোরের জিন্দেগী সাপ্তাহিকে সাক্ষাৎকার দেন তা দৈনিক সংগ্রামে ২ কিস্তিতে প্রকাশিত হয়েছে। তা সংক্ষেপে নিম্নরুপ। দেশের বর্তমান অবস্থা স্বাভাবিক। দেশে সেনাবাহিনীর শক্তি প্রয়োগ যথার্থ ছিল। বিচ্ছিন্নবাদিরা ১৯৬৯ সালের ১৭ সেপ্টেম্বর তাদের ছাত্র সংগঠনের সভায় প্রথম স্বাধীনতার কথা বলে। সামরিক আইনের বলে তাদের বিচারের সমন দেয়া হয়েছিল। পরে শেখ মুজিবের হস্তক্ষেপে তারা মামলা থেকে অব্যাহতি পায়। মুজিব ২৫ মার্চের আগে বিচ্ছিন্নতার কথা বলেন নি কিন্তু ভাসানি অহরহ বলেছে ভাসানির কিন্তু বিচার হয়নি। পূর্ব পাকিস্তানী যাদের মধ্যে বিচ্ছিন্নতা সম্পর্কে জানা ছিল না তারা পরে সেনাবাহিনীকে সহযোগিতা করে। পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেয়া উচিত ছিল। বহাল সদস্যদের প্রায় সকলেই ভারতে থেকে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত আছে। এদের জাতীয় পরিষদে বসার কোন অধিকার নেই।