৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ উত্তরাঞ্চল সফরে নিয়াজি
জেনারেল নিয়াজি এই দিনে নাটোর, পাবনা, জয়পুরহাট, নওগা সফর করেন। সফর কালে তার সাথে স্থানীয় জিওসি মেজর জেনারেল নজর হোসেন শাহ ছিলেন। তিনি সেখানে বলেন ভারত তাদের উপর যুদ্ধ চাপাইয়া দিলে তারাও প্রতিরোধ করতে সক্ষম। তিনি জনগণকে তাদের দেশপ্রেমে উজ্জীবিত থাকতে এবং রাষ্ট্র বিরোধীদের দেশ থেকে বিতারিত করার জন্য জনগনের প্রতি আহবান জানান। নাটোরে তিনি স্থানীয় রাজাকারদের সাথে এক সভা করেন। তারপর তিনি নওগার মহাদেবপুরে যান সেখানে তিনি রাজাকারদের প্রশিক্ষন দেখেন এবং রাজাকারদের সাথে কথা বলে উৎসাহ দেন। তিনি জিপে করে জয়পুরহাটের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পথে বিভিন্ন রাস্তা মেরামত কাজ দেখেন। সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেন। এরপর তিনি পাবনা যান সেখানে শান্তি কমিটির নেতাদের সাথে কথা বলেন। এর পরে তিনি বগুড়া যান সেখানে স্থানীয় সৈন্যদের সাথে মত বিনিময় করেন।