You dont have javascript enabled! Please enable it!

পাক হানাদারদের মুক্তিফৌজাতঙ্ক
ষাট বছরের বৃদ্ধ প্রাক্তন সৈনিকদেরও রণক্ষেত্রে টানিয়া আনা
হইতেছে: রাজাকাররা পড়িয়াছে ‘জলে কুমীর ডাঙ্গায় বাঘ’ সঙ্কটে

আগরতলা ১৭ নভেম্বর।। পাক জঙ্গিশাহীর সর্বস্তরের সিপাহিদের মধ্যে মুক্তিফৌজ আতঙ্ক উত্তরােত্তর বৃদ্ধি পাইয়া এখন এমন এক স্তরে আসিয়া ঠেকিয়াছে যে, তাহারা (পাঞ্জাবি, পাঠান ও বেলুচ রেজিমেন্টের সকলেই) বাংলাদেশে থাকিতে নারাজ। এখন তাহারা কোথাও দলবদ্ধ না হইয়া বাহির হয় না। রাজধানী ঢাকা শহরেও তাহারা দিনে দুপুরে বাহির হইতে সাহস পায় না; রাত্রিতে নির্দিষ্ট ক্যাম্প ছাড়িয়া কোথাও এক পা নড়ে না। পল্লী অঞ্চলে নিরীহ গ্রামবাসীদের উপর হামলা চালাইতে যাইয়া মুক্তিফৌজ আসিতেছে রব শুনিলেই শিয়ালের মতাে পলায়ন করে। মুক্তিবাহিনী এখন একের পর এক থানা পাক কবলমুক্ত করিতেছে। শত চেষ্টা করিয়াও পাক সরকার মুক্তাঞ্চলগুলােতে পাক আর্মি পাঠাইতে পারে না। সীমান্ত সংলগ্ন শতকরা নব্বইটি গ্রাম এখন মুক্তাঞ্চল। মুক্তিবাহিনী দ্রুতগতিতে মুক্তাঞ্চলের আয়তন সম্প্রসারিত করিয়া শহরাভিমুখে দুর্বার গতিতে অগ্রসর হইতেছে। পাক ফৌজ সম্মুখ সমরে প্রথম সারির সৈনিক হিসেবে মুক্তিফৌজকে প্রতিহত করিতে অগ্রসর হয় না। জঙ্গিশাহী সদ্য রিক্রুট করা রাজাকারদের এবং অবসর প্রাপ্ত প্রাক্তন সৈনিকদের সম্মুখের সারিতে রাখিয়া পৃষ্ঠরক্ষার রণকৌশল অবলম্বন করিতেছে। এখানে বলা আবশ্যক বাংলাদেশর (পূর্ববাংলার) অভ্যন্তরে বসবাসকারী সমস্ত অবসর প্রাপ্ত পেনসন ভােগী প্রাক্তন বাঙালি সৈন্যগণকে পাক বাহিনীতে যােগদান করিতে বাধ্য করিয়াছে। ষাট-পয়ষট্টি বছরের বৃদ্ধ সৈনিকরাও রেহাই পায় নাই। ফৌজ পাঠাইয়া তাহাদের ধরিয়া আনিয়া যুদ্ধ করিতে বাধ্য করা হইতেছে। অন্যদিকে আঠার হইতে চল্লিশ বছরের পুরুষ যাহাকে পাইতেছে তাহাকেই ধরিয়া নিয়া রাজাকার ট্রেনিং ক্যাম্পে ঢুকাইয়া, দুই। সপ্তাহ ট্রেনিং দিয়া, থ্রি নট থ্রি রাইফেল কাঁধে দিয়া, কয়েক জন রেগুলার পাক আর্মির কমান্ডে রণক্ষেত্রে প্রথম সারিতে জুড়িয়া দিতেছে। তাহাদের পেছন হটিবার উপায় নাই, অগ্রসর হইবারও হিম্মত নাই। পেছনে হটিতে গেলে পাক আর্মির গুলিতে মৃত্যু আর অগ্রসর হইলে মুক্তিবাহিনীর মেশিনগানের শিকার হইতে হয় রাজাকাররা এখন প্রাণ বাঁচাইবার জন্য আগে বাড়িয়া হাত তুলিয়া আত্মসমর্পণের পথ লইয়াছে।

সূত্র: ত্রিপুরা
১৭ নভেম্বর, ১৯৭১
৩০ কার্তিক, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!