যন্ত্রণায় কাতর কান কাটার দল
বাংলাদেশের মৈমনসিংহ জেলার হাসপাতালে ৪০ জন রাজাকার কান কাটার যন্ত্রণায় এখন কাতর। ইয়াহিয়ার পক্ষে কাজ করার অপরাধে বাংলাদেশের জনতা ইহাদের কান কাটিয়া দিয়াছে।
আমেরিকান জাহাজ নিমজ্জিত
আগরতলা: বাংলাদেশের মুক্তিযােদ্ধারা মংলা বন্দরে সম্প্রতি একটি আমেরিকান জাহাজ ডুবাইয়া দিয়াছে এবং একটি পাকিস্তানি জাহাজকে বিধ্বস্ত করিয়াছে।
গত ১৯ সেপ্টেম্বর রাত্রিতে বাংলাদেশের মুক্তিযােদ্ধারা মংলা বন্দরটি আক্রমণ করে। তাহারা জলের নিচে বিস্ফোরণ ঘটায় এবং ইহার ফলে বন্দরে নােঙ্গর করা একটি আমেরিকান জাহাজ নিমজ্জিত হয় এবং একটি পাকিস্তানি জাহাজ বিধ্বস্ত হয়।
সূত্র: জাগরণ
২৩ সেপ্টেম্বর, ১৯৭১