You dont have javascript enabled! Please enable it! 1971.09.19 | যুদ্ধ পরিস্থিতি- আক্রমণে ১৯ জন পাক পুলিশ নিহত ও ৩ জন আহত হয় - সংগ্রামের নোটবুক

১৯ সেপ্টেম্বর, ১৯৭১ যুদ্ধ পরিস্থিতি

২নং সেক্টরে মুক্তিবাহিনীর গেরিলা দল মালোচিন বাজারে অবস্থানরত পাকপুলিশের একটি দলকে আক্রমণ করে। এই আক্রমণে ১৯ জন পাক পুলিশ নিহত ও ৩ জন আহত হয়।  ৫০০ মুক্তিযোদ্ধার একটি দল নদী পার হয়ে মুনশিগঞ্জের টঙ্গীবাড়িতে দিঘিরপাড় বাজারে ২ জন স্থানীয় মুসলিম লীগ নেতাসহ ৩ জনকে হত্যা করে।  ৮নং সেক্টরের গোজাডাঙ্গা সাব-সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের মোহাম্মদপুর অবস্থানের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর একজন মেজরসহ (প্রকৃত পক্ষে সেকেন্ড লেফটেনেন্ট হবে) ৬ জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধারা কোন ক্ষতি ছাড়াই নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।