৬ সেপ্টেম্বর ১৯৭১ঃ প্রতিরক্ষা দিবস উদযাপন
‘শির দেগা, নেহি দেগা আমামা’ এ শ্লোগান দিয়ে শুরু হয় পাকিস্তানিদের প্রতিরক্ষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিভিন্ন সভা ও মিছিল। রাস্তায় তোরণ নির্মাণ করা হয়। এ উপলক্ষে সকল পত্রিকায় বিশেষ ক্রোড় পত্র প্রকাশ করা হয়। পত্রিকায় বিশেষ সম্পাদকীয় লেখা হয়।প্রতিরক্ষা দিবস উপলক্ষে জাতীয় দৈনিক সমুহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এ ক্রোড়পত্রে ১৯৬৫ সনের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানীদের বীরত্ব গাথা তুলে ধরে। ক্রোড়পত্রে প্রেসিডেন্ট ইয়াহিয়া, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানের বানী প্রচার করা হয়। সকল রাজনৈতিক দল ঢাকা ও বড় শহরে সভা সমাবেশ ও মিছিল করে।