You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | প্রতিরক্ষা দিবসে ইসলামী ছাত্রসংঘ - সংগ্রামের নোটবুক

৬ সেপ্টেম্বর ১৯৭১ঃ প্রতিরক্ষা দিবসে ইসলামী ছাত্রসংঘ

ইসলামী ছাত্রসংঘ এদিন সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র-গণজমায়েত ও মিছিলের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন দলের সভাপতি মতিউর রহমান নিজামী, ঢাকা শহর ছাত্রসংঘের সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক শওকত ইমরান। সভায় ৬৫ যুদ্ধের শহীদের জন্য দোয়া ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ইসলামী সমাজ প্রতিষ্ঠা ও পাকিস্তানের সংহতির জন্য দোয়া করা হয়। পরে তারা একটি মিছিলের আয়োজন করে।