You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | প্রতিরক্ষা দিবসে পাকিস্তান কাউন্সিল - সংগ্রামের নোটবুক

৬ সেপ্টেম্বর ১৯৭১ঃ প্রতিরক্ষা দিবসে পাকিস্তান কাউন্সিল

পাকিস্তান কাউন্সিল আয়োজিত সভায় বক্তব্য রাখেন পাকিস্তান অবজারভার সম্পাদক আবদুস সালাম, তিনি বলেন ৬৫ সালে দেশের জনগন দেশকে রক্ষার জন্য প্রান দিতে প্রস্তুত ছিল বর্তমানেও তারা প্রান দিতে প্রস্তুত। ৬৫ সালে তাদের আমরা সমুচিত শিক্ষা দিয়াছি এবং এবারো প্রয়োজনে সেই শিক্ষাও দিবো। দেশ আক্রান্ত হলে জনগনের মধ্যে আর বিভেদ থাকবে না তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে লড়বে। পূর্ব পাকিস্তানে এমন কেউ নেই যে ভারতীয় দাসত্তে আবদ্ধ হতে চায়। জগন্নাথ কলেজের অধ্যাপক আজাহার কাদরী এক দীর্ঘ প্রবন্ধ পাঠ করেন। পূর্ব পাকিস্তানের সর্বাধিক প্রচারিত উর্দু পত্রিকা ওয়াতান সম্পাদক নাসিম আহমেদ এই সভায় প্রবন্ধ পাঠ  করেন।