You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবুর রহমান” কি বলিয়াছেন?

আমরা এই ভাষা সমস্যার সমাধানের ভার জনাব অধ্যাপক আবুল কাসেম এবং জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের উপরই ন্যস্ত করিতেছি। সােভিয়েত রাশিয়ার পরীক্ষিত সত্যগুলি সামনে রাখিয়া তাহারাই বলুন পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যার সমাধান কিরূপে হইবে। যদি যুক্তিসঙ্গত হয় তবে তাহাদের সিদ্ধান্তই আমরা মানিয়া লইব।

সূত্র: নও-বাহার, মার্চ ১৯৫৩
ভাষা আন্দোলনে শেখ মুজিব কতিপয় দলিল -ড. এম আবদুল আলীম