You dont have javascript enabled! Please enable it! 1971.10.05 | বাঙলাদেশ মুক্তিযুদ্ধের প্রতি ফিনল্যান্ডের ছাত্রদের সংহতি প্রকাশ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ মুক্তিযুদ্ধের প্রতি ফিনল্যান্ডের ছাত্রদের সংহতি প্রকাশ
(স্টাফ রিপাের্টার)

মুজিবনগর, ৪ অক্টোবর বাঙলাদেশে ইয়াহিয়ার সামরিক জুন্টার অত্যাচারের তীব্র নিন্দা করে ফিনল্যান্ডের ছাত্ররা সম্প্রতি এক বিবৃতি দিয়েছেন। বাঙলাদেশ ছাত্র ইউনিয়ন (পূর্বতন এপসু)-এর সভাপতি নুরুল ইসলামের নিকট প্রেরিত উক্ত বিবৃতিতে ন্যাশনাল ইউনিয়ন অফ ফিনিস স্টুডেন্টস বাঙলাদেশ মুক্তিযুদ্ধের প্রতি ফিনল্যান্ডের ছাত্র সমাজের সংহতি জ্ঞাপন করেছেন। বাঙলাদেশ ছাত্র ইউনিয়ন আজ এক প্রেস বিজ্ঞপ্তি মারফৎ ঐ বিবৃতিতে বলা হয়েছে যে, গণতান্ত্রিক শক্তিসমূহের উপর ক্রমান্বয় আঘাত, রাজনৈতিক অধিকার খর্ব, অর্থনৈতিক সংকট সৃষ্টি এবং দেশের মানুষের উপর অমানবিক ও পাশবিক অত্যাচার পূর্ববাঙলাকে স্বাধীনতা আন্দোলনে এবং সশস্ত্র সগ্রামের পথে ঠেলে দিয়েছে এবং ৯০ লক্ষ শরণার্থীর ভারতে আগমন ও ইয়াহিয়ার বর্বর অত্যাচারের ফলশ্রুতি। বাঙলাদেশের ছাত্র সমাজ তথা জনসাধারণের উপর পাক বর্বরতার নিন্দাও ঐ বিবৃতিতে করা হয়েছে। স্বদেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে শরণার্থী বাঙলাদেশবাসীর মনে নিরাপত্তার গ্যারান্টি হলাে স্বাধীন প্রজাতান্ত্রিক বাঙলাদেশ প্রতিষ্ঠা। বিবৃতিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বাঙলাদেশের ছাত্রদের এবং তাদের জাতীয় সংগঠন বাঙলাদেশ ছাত্র ইউনিয়নকে অভিনন্দন জানানাে হয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অফ ফিনিস স্টুডেন্টস এর কার্যনির্বাহী সমিতি গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভা থেকে উল্লিখিত বিবৃতিটি গ্রহণ করেছেন।

সূত্র: কালান্তর, ৫.১০.১৯৭১