You dont have javascript enabled! Please enable it!

ঢাকা এখনও মৃত নগরী

তুষার পণ্ডিত

আগরতলা, ১ মে-ঢাকা এখনও এক মৃত নগরী হয়ে পড়ে রয়েছে। যদিও সৈন্যরা ধ্বংসস্তুপ সরিয়ে শহরের পূর্বে পশ্চিমে ইসলামাবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে উঠেছে, কিন্তু কোথাও স্বাভাবিক জীবনযাত্রার কোনাে লক্ষণ নেই। বাংলা দৈনিকপত্র পূর্বদেশ’-এর একজন রিপাের্টার এখানে এসেছেন। তাঁর কাছে এই সংবাদ, লুটতরাজ অগ্নিসংযােগ ও নারীধর্ষণ দৈনিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সামরিক কর্তৃপক্ষ কঠোরভাবে কারফিউ জারি করছেন। শাস্তির ভয়েও সরকারী কর্মচারীরা কাজে যােগ দিচ্ছেন না।

ঢাকার অবাঙালী অধিবাসীরা দলে দলে শহর ছেড়ে চলে যাচ্ছে। মুক্তিফৌজের গেরিলাদের তৎপরতা বৃদ্ধি পাওয়াই সম্ভবত এর কারণ তাছাড়া ঢাকার সমস্ত বাজার ও দোকানপাট পাখতুন সৈন্যেরা ধ্বংস করে দিয়েছে। এই ফলে খাদ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে।

Reference:

মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!