You dont have javascript enabled! Please enable it!

১ সেপ্টেম্বর ১৯৭১ঃ লাহোরে মাহমুদ আলী

পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী লাহোরে আইনজীবীদের উদ্দেশে বলেন পাকিস্তানের অখণ্ডতা এবং আদর্শ রক্ষা সবার জন্য অগ্রাধিকার পাবে। পাকিস্তান শুধু ইসলামের আলোকেই প্রতিষ্ঠা হয় নি পাকিস্তান হয়েছে হিন্দু মুসলমান বৈষম্য কমানোর জন্য। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কায়েদে আজমকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই এত দূরত্ব সত্ত্বেও পূর্ব বাংলা পাকিস্তানের পক্ষে ভোট দিয়াছিল। তিনি আর বলেন বিচ্ছিন্নতাবাদ দমনের জন্য সেনাবাহিনী ২৫ মার্চ যাহা করেছে তাহা যুক্তিযুক্ত ছিল।