১৬ জুলাই ১৯৭৫ঃ মহকুমা গুলোকে জেলায় রুপান্তর করেন শেখ মুজিব
১৯৭৫ সালের ১৬ জুলাই দেশের সকল মহকুমাকে জেলা করা হয়। ঢাকার নারায়ণগঞ্জ এবং ঢাকা মহকুমাকে ঢাকা এবং ঢাকা মহানগর জেলা নামে দুটি জেলা করা হয়। ঢাকা মহানগর জেলা দ্বারা ঢাকা জেলা দু ভাগে বিভক্ত ছিল। বর্তমান জেলার বাহিরে আরেকটি জেলা হয়েছিল তখন তা হল চট্টগ্রাম দক্ষিন জেলা। বর্তমান জেলা লালমনিরহাট এবং পঞ্চগড় তখন জেলা হয়নি।