১৮ সেপ্টেম্বর ১৯৭১ আতাউর রহমান খান
দৈনিক সংগ্রামে পুনঃ প্রকাশ
জাতীয় লীগ প্রধান পশ্চিম পাকিস্তানের করাচীর আখবারে জাহান পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চাহিয়াছিল। তিনি আরও আল্লাহের বিধি বিধান অমান্য করার কারনে পাকিস্তানের প্রতি আল্লাহের গজব পড়িয়াছে। আওয়ামী লীগের কার্যকলাপ ক্ষমার যোগ্য নহে। আমরা ঐক্য বদ্ধ পাকিস্তানের ভিতর থাকিয়া স্বয়ং সম্পূর্ণ পূর্ব পাকিস্তানের স্লোগান দিয়াছি এর অর্থ এই নয় যে আমরা বিচ্ছিন্ন হতে চেয়েছি। মতানৈক্য ও বিদ্রোহের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।