You dont have javascript enabled! Please enable it!

মােট ৬৮ লক্ষ ৩৩ হাজার শরণার্থীর মধ্যে পশ্চিমবঙ্গেই ৫২ লক্ষ ২৫ হাজর

নয়াদিল্লী, ১৭ জুলাই (ইউএনআই) সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, মােট ৬৮ লক্ষ ৩৩ হাজার শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে এসেছেন।
রাজ্যভিত্তিক অবস্থা হল, পশ্চিমবঙ্গ ৫২ লক্ষ ২৫ হাজার, ত্রিপুরা ১০ লক্ষ ৯৩ হাজার, আসাম ৩ লক্ষ ২৩ হাজার ও বিহার ৮ হাজার।
পশ্চিমবঙ্গের ৫২ লক্ষ ২৫ হাজার শরণার্থীর মধ্যে ১ লক্ষ ২৩ হাজারকে মধ্যপ্রদেশের মানা, বিহারের গণছানপুর ও উত্তর প্রদেশের ইয়াদাগঞ্জে পাঠানাে হয়েছে।

সূত্র: কালান্তর, ১৮.৭.১৯৭১