জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের সংজ্ঞা কি হতে পারে।
(প্রচলিত আইনের বাহিরে)
১) কমপক্ষে ১% ভোট ২) কোন সময়ে সংসদে একজন নির্বাচিত হয়েছিলেন ৩) সংসদ নির্বাচনে কমপক্ষে ৫টি আসনে ২য় স্থান পেয়েছে ৪) কমপক্ষে ১৫ টি আসনে ৩য় হয়েছে। ৫) কম পক্ষে ৩০ টি আসনে প্রার্থী দিয়ে কমপক্ষে ৩ টি জাতীয় নির্বাচনে কমপক্ষে এক তৃতীয়াংশ আসনে জামানত রক্ষা করেছে। ৬) দল ভেঙ্গে দল সৃষ্টি হলে সে দলে কমপক্ষে ৩ জন সংসদ সদস্য থাকলে।
Note: জোটগত নির্বাচন নয় একক ভাবে অংশ নেয়া, সমমনা দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যেমন ধরুন ইসলামি একটি দল ২০ দলের ব্যানারে নির্বাচন করল বা সে একক নির্বাচন করল কিন্তু শরীকরা অংশ নিল না, একই রুপ বাম এক দল মহাজোট থেকে একই কাজ করল সে গুলি বিবেচনায় আসবে না। ১৯৭৯ সনে জিয়া বিশেষ সুবিধা দিয়ে মেনন সোলায়মান সহ আরও কয়েকজনকে জয়লাভ করার সুযোগ দিয়েছিল। সে গুলি হিসেবে আসবে না। অগ্রহন যোগ্য নির্বাচন সমুহে এ হিসেবে আসবে না।
এর বাইরে রাজনৈতিক দল গুলোকে রাজনৈতিক দল গণ্য করা যায় না।