৩১ আগস্ট ১৯৭১ঃ মুক্তিযোদ্ধাদের দক্ষিন পশ্চিমাঞ্চলে ১৫ গ্রাম দখল
বর্ষা বন্যায় শরণার্থীদের জীবন যাত্রা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করলেও মুক্তিযোদ্ধাদের কার্যক্রমে গতিশীলতা এসেছে। রয়টার প্রতিনিধি মুক্ত এলাকা পরিদর্শন শেষে বলেছেন বর্ষায় মুক্তিযোদ্ধারা অনেক এলাকা মুক্ত করেছেন। তাদের মুক্ত ১৫টি গ্রাম দেখানো হয়েছে। সাংবাদিকদের একটি ধ্বংস প্রাপ্ত ফিল্ড আউট পোস্ট দেখানো হয়। পাকিস্তানী বাহিনী এলাকা পুনরুদ্ধারে ৩ বার আক্রমন চালিয়ে বন্যার জন্য সুবিধা করতে পারেনি। একাধিক আক্রমনের জন্য গ্রাম গুলি এখন মানুষ শুন্য গ্রাম গুলোতে মানুষের চেয়ে এখন গবাদি পশুর সংখ্যা বেশী। যারা আছেন তারা তাদের খাদ্যশস্য ও গবাদিপশু দেখা শুনার জন্য আছেন। সেখানে কর্মরত একজন রেডক্রস ডাক্তার থেকে জানা যায় মুক্তিযোদ্ধারা বেশীরভাগ অস্র ব্যাবহার করছে পাকিস্তানী আর্মি থেকে দখল কৃত অস্র। মুক্তিরা বেশীর ভাগ সাধারন পোষাকে কাজ করছে কিছু রেগুলার ইউনিফর্ম ব্যাবহার করছে। একজন বাংলাদেশ কম্যান্ডার বলেছেন তারা ৬০ মাইল সীমান্ত ৮ মাইল ভিতর পর্যন্ত দখল করেছেন এবং কিছু চাইনিজ অস্র দখল করেছেন। এ এলাকা দখলে তারা ৩ জন যোদ্ধাকে হারিয়েছে প্রতিপক্ষের ১০ জনকে হত্যা করেছে।