You dont have javascript enabled! Please enable it!

৩১ আগস্ট ১৯৭১ঃ এএম মালিক গভর্নর নিযুক্ত

সরকার প্রেসিডেন্ট এর ত্রান উপদেষ্টা এএম মালিককে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করেছেন। গভর্নর টিক্কা খানকে সেনাবাহিনীতে পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য প্রত্যাহার করা হয়েছে। জেনারেল নিয়াজিকে উপ প্রধান সামরিক আইন প্রশাসক করা হয়েছে। সরকারের এক মুখপাত্র বলেছেন বেসামরিক সরকার বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে পূর্ণ ক্ষমতাবান থাকবেন। সশস্র বাহিনী বেসামরিক প্রশাসনকে কেবল সহযোগিতা করবে। এ ছাড়া গভর্নর প্রয়োজন মনে করলে যে কোন দায়িত্ব পালনে সশস্র বাহিনী ব্যাবহার করতে পারবেন। অন্যান্য রাজনৈতিক নেতাদের সমর্থন আদায়ে ইয়াহিয়া সকল রাজনীতিবিদকে রাওয়ালপিন্ডি তলব করেন। পূর্ব পাকিস্তান বর্তমানে নেতা শুন্য। গভর্নর শীঘ্রই ক্যাবিনেট ঘোষণা করবেন। মালিক বিভাগত্তর পূর্ব পাকিস্তানের সমবায়, শ্রম, বন, মৎস্যমন্ত্রী ছিলেন। ১৯৪৯ সালে তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ছিলেন। ১৯৫৫ সালে তিনি সুইজারল্যান্ড অস্ট্রিয়া যুগোস্লোভিয়ার রাষ্ট্রদূত ছিলেন। ১৯৫৮ সালে চীনে রাষ্ট্রদূত ছিলেন। ১৯৬১-১৯৬৫ ফিলিপাইনে রাষ্ট্রদূত ছিলেন। ১৯৬৫ থেকে ১৯৬৯ এর আগস্ট পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রাষ্ট্রদূত ছিলেন। এর পর তিনি ইয়াহিয়া সরকারের স্বাস্থ্য শ্রম পূর্ত সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে মন্ত্রিসভা বাতিল করলেও তিনি সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন। পাকিস্তানের পূর্ণ সময়কাল তিনি ক্ষমতাসীন ছিলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!