৭ মার্চ ১৯৭৫ঃ বাকশাল কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় জিয়া, খালেদা, খালেদ মোশাররফ
বাকশালের উদ্যোগ ভাল ছিল কিন্তু চীন রাশিয়া প্রভৃতি দেশের মত ভগ্ন অর্থনীতির দেশ বাংলাদেশে কম্যুনিস্ট ভাব ধারায় সেনাবাহিনীকে টেনে আনা মোটেই উচিত ছিল না। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাকশাল কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভায় সেনাবাহিনীর ২য় ও ৩য় প্রধান এবং ২য় প্রধানের স্ত্রীর মধ্যে ক্ষমতার গন্ধ প্রবেশ করেছিল। শেখ শওকত হোসেন নিলু বলেছেন ক্ষমতা নেয়ার পর বাকশাল এর বিভিন্ন কর্মসূচী তিনি নাড়াচাড়া শুরু করেন, গভীর রাত পর্যন্ত স্টাডি করা শুরু করেন। শেখ মুজিবের ২৬ মার্চ ভাষণ উপলব্দি করার চেষ্টা করেন। ঠিক বাকশালের আদলে মুস্তাক আমলের মাহবুবুল আলম চাষি ও ব্যারিস্টার বাদল রশিদের স্বনির্ভর কর্মসূচী তিনি নিজেই দেখে আসছেন। সেই আদর্শে অনুপ্রানিত হয়েই তিনি কেয়ারটেকার সরকারকে নিজ ক্ষমতার রাজনৈতিক সরকারে পরিনত করেন এবং ১৯ দফা প্রনয়ন করেন যা ৭ মার্চ সৈয়দ মনসুর আলীর এবং ২৬ মার্চ শেখ মুজিবের ভাষণের সারাংশ।