৩১ আগস্ট ১৯৭১ঃ টাঙ্গাইলে বিদ্রোহীদের বিপুল সংখ্যক অস্র আটক
টাঙ্গাইল থেকে ১০ কিমি দূরে সাংলাপাড়ায় রাজাকারদের একটি দল বিদ্রোহীদের বিপুল সংখ্যক অস্র আটক করেছে। একদল রাজাকার একটি সেতু পাহারা দেয়ার সময় কিছু লোকের গতিবিধি সন্দেহ হয়। পরে তারা একজনকে আটক করে। রাজাকারদের জিজ্ঞাসাবাদে আটক বেক্তি অস্র পাহারার কথা স্বীকার করে। পরে রাজাকার রা পচা পাট পাতার আবরনে ঢাকা একটি মজুত আবিস্কার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে আরেকটি মজুত পাওয়া যায়। দু স্থান মিলে ৮৭ কার্টুন অস্র পাওয়া যায়। অস্র গুলি ছোট অস্র অ গোলাবারুদ।
নোটঃ কাদেরিয়া বাহিনীর অস্র। সম্ভবত দুর্বল পাহারা ও দুর্বল প্রহরীর কারনে ঘটনা ঘটে।