৩১ আগস্ট ১৯৭১ঃ ব্রিটেনকে বাংলাদেশের ঘাটি হিসেবে ব্যাবহার করতে দেয়ায় পাকিস্তানের নিন্দা
পাকিস্তান পররাষ্ট্র দপ্তর পাকিস্তানে ব্রিটেনের রাষ্ট্রদূত সিরিল স্টেনলি পিক্কারড কে ডেকে এনে ব্রিটেনকে বাংলাদেশের ঘাটি হিসেবে ব্যাবহার করতে দেয়ায় তার সরকারের নিন্দার কথা জানিয়েছেন। এর আগে পাকিস্তানের রাষ্ট্রদুত সালমান আলী ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে একই নিন্দার কথা জানিয়েছিলেন। নিন্দায় বলা হয় ব্রিটিশ সরকার তার দেশে এবং উপনিবেশে বিদ্রোহীদের অবাধ পাকিস্তান বিরোধী তৎপরতার সুযোগ করে দিয়েছে। তারা ব্রিটিশ গণমাধ্যম গুলোর অবাধ সুযোগ নিচ্ছে এবং পাচ্ছে। তার দেশের নাগরিকরা বিদ্রোহীদের অস্র সংগ্রহের সুবিধার্থে তহবিল সংগ্রহ করছে। এ বিষয়ে বারবার তাএর সরকারকে জানানো সত্ত্বেও তার সরকার কিছু করেনি। বরং তার দেশে কথিত বাংলাদেশের মিশন খুলতেও সহযোগিতা করেছে।