You dont have javascript enabled! Please enable it! 1971.08.31 | হায়দ্রাবাদে গোলাম আজম - সংগ্রামের নোটবুক

৩১ আগস্ট ১৯৭১ঃ হায়দ্রাবাদে গোলাম আজম

পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী আমীর গোলাম আজম হায়দ্রাবাদে সাংবাদিক সম্মেলনে বলেছেন বর্তমান জাতীয় পরিষদ বাতিল করে নতুন জাতীয় পরিষদ নির্বাচন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন সরকার আওয়ামী লীগের যে ৮৮ জন পরিসদ সদস্য দের আসন বহাল রেখেছেন তাদের ২ জন মৃত এবং প্রায় সকলেই পাকিস্তানে নেই। তাদের পাকিস্তানে পাওয়া সন্দেহজনক। তিনি বলেন তার দলের জমিয়তে তালাবায়ে আরাবিয়া এবং ইস্লামে তালাবায়ে আরব নামক সংগঠনের ৫০০ থেকে ৭০০ সদস্য ইতিমধ্যে ভারতীয় দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন। তিনি বিচ্ছিন্নতার হাত থেকে দেশকে রক্ষার জন্য দেশপ্রেমিক সশস্র বাহিনীর প্রতি আহবান জানান। তিনি বলেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। সেনাবাহিনীকে সহযোগিতা করে যাওয়ার জন্য তিনি শান্তি কমিটির প্রশংসা করেন।