You dont have javascript enabled! Please enable it! 1971.04.11 | সাংবাদিক ও অসাংবাদিক কর্মচারীদের বিক্ষোভ | কালান্তর - সংগ্রামের নোটবুক

সাংবাদিক ও অসাংবাদিক কর্মচারীদের বিক্ষোভ

কলকাতা, ১০ এপ্রিল (ইউএনআই) পত্রিকাগগাষ্ঠীর সাংবাদিক ও অসাংবাদিক কর্মীরা বাঙলাদেশের পাক-সামরিক কর্তৃপক্ষের গণহত্যার প্রতিবাদে আজ পাকিস্তান ডেপুটি হাই-কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ জানান।
বিক্ষোভকারীরা অমৃতবাজার পত্রিকার ২ জন ধৃত সাংবাদিকদের মুক্তি দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেছেন।
ধৃত সাংবাদিক দু’জন হলেন শ্রীদীপক ব্যানার্জী ও শ্রীসুরঞ্জিত ঘােষাল। কিছুদিন আগে পাক-সামরিক বাহিনী এই দু’জনকে বাঙলাদেশে গ্রেপ্তার করে।
অমৃতবাজার পত্রিকা ও অমৃত কর্মচারী সমিতির উদ্যোগে শ্রী হরিদাস ঘােষ ও প্রফুল্লরতন গাঙ্গুলির নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরিচালিত হয়।

সূত্র: কালান্তর, ১১.৪.১৯৭১